অনাবৃত হয়ে
এস এম জহিরুল ইসলাম


আমার পছন্দ হলে, হয় না তার
তার হলে, তার সাথে যায়না আমার।
দেখা-অদেখা, কত জানা-অজানা
এমনিতেই এখন সমাপ্তির পথে।


ক্লান্ত দেহ, হাত পা ছড়িয়ে
কর্মহীন, গলগ্রহে নিথর হয়ে
এই নিঠুর ধরণীতে,
তুমি আসবে আসায় বসে আছি।
মনের রাজ সিংহাসনের শূন্যতা ভরে দিতে,
রাজদরবার পূর্ণ হয়ে আসার অপেক্ষায়।


শুকনো পাতার মতোই-
শোভা পেতে বসে আছি আপন গৃহে।
তুমি বসন্তের বাতাস হয়ে,
জীবন- যৌবন র্স্পশ করার আগেই
যেন ঝড়ে না যেতে হয়।
ভয়ে সহসা হৃদয়কে আবৃত্ত রাখে
বৈশাখির ঝড়ো হাওয়া।


আমার যৌবন, কামনাজড়িত তনু
তোমাকেই উপহার দিতে চায়,
আমি অনাবৃত হয়ে বিলাতে চায়,
সেই তোমাকেই।