অন্তরের সাথে চোখের সম্পর্ক
এস.এম জহিরুল ইসলাম


তুমি ভাবতে পারবে না!
আমার হৃদয়ে তোমার জায়গা কোথায়।
তুমি ছাড়া শূন্য হয়ে যায়,
কাগজ ছাড়া কলম যেমন মূল্যহীন।


তোমার অনুভুতিগুলো
আমার হৃদয়ে বিদ্যালয়ের
দপ্তরির ঘন্টার শব্দের মতো নাড়া দেয়,
আমার চেতনা ফিরে আসে
যেভাবে সুইচ দিলে বৈদুতিক বাল্ব জলে উঠে।


তোমার সুখ গুলি আমাকে আলাদা করে
এক নতুন জীবনের স্বপ্ন এনে দেয়,
আবার বেদনাগুলো আমাকে মলিন করে দেয়
যেভাবে মরিচিকা আশা দিয়ে সামনে নিয়ে যায়।


তুমি যতদূর পথ চল
ততদূর চেয়ে থাকি পিছন পানে
ভিন্ন পথে চলে যাওয়ার ভয়
আমাকে ক্লান্ত করে দেয়,
যেভাবে বাইসাইকেলের প্যাডেল না দিলে
কিছু সময় পর থেমে যায়।


তোমার সাথে আমার সম্পর্ক কেমন
তুমি জানতে চাও ?
শুন বলি...
যেমন করে মানুষের অন্তরের সাথে চোখের সম্পর্ক ,
অন্তর ভাংঙ্গলেই নয়ন বেয়ে জল আসে
হৃদয় হাসলেই চোখের হাসি ফোটে।