সাঁঝের বেলাতে
এস এম জহিরুল ইসলাম


তুমি জাগো এ শূন্য হৃদয়ের আহ্বানে
বিষাদের ছাঁয়া ভীড়েছে জীবন নদীতে,
যৌবনের ঢেউ খেলেছে নীরব নির্জনে
অপেক্ষায় বসে আছি সাঁঝের বেলাতে।


সন্ধ্যা প্রদ্বীপ জ্বালিয়ে দিলাম তব কুটিরে
বসে আছ আপন মনে কার ছবি এঁকে,
আজিকে সুখ দিব সাথীরে
অপরূপ সেজে এসেছি সুগন্ধী গাঁয়ে মেখে।


অহর্নিশি তোমাকে আমি,
জেনেছি হৃদয় রাজ্যের একচ্ছত্র রাজা
জগতের সুন্দরী মনে ভাবি হব রানী,
সাঁঝের বেলাতে যত চাও, দাও সাজা,
তোমার বক্ষে ভালোবেসে ঠাঁই দিও একটুখানি।