সবাই দূরে
এস এম জহরিুল ইসলাম


জরাজীর্ণ জীবন
কখন হবে আমার মরণ?
লাঞ্চনা ও গ্লানির বোঝা
বয়ে যাব আর কতক্ষন?


যে দিকে আশার দৃষ্টিতে তাকায়,
লোচনে ঝাপসা আর অন্ধকার দেখিতে পায়।
যখন আমি যে শুভ পাখা ধরি,
ভেঙ্গে যায় সবই, দেখিতে না হয় কোন দেরি।


হতভাগার এই কঠিন জীবন
যদিও সে কাছে দেখে নারীর ছলন,
হাল ধরে টিকে থাকি তবুও
এ জীবনে ধরনীতে।


হয়তো আসবে জীবনে সুদিন,
স্মৃতি রেখে শব হবে বিলীন।
জরাজীর্ন জীবনের আশা,
যেন ভবিষৎ জীবনের হয় সুন্দর ধারা।


সবকিছু নিকটে তবুও কেন দুরে তারা?
তাই বলি আমার সে নন্দীনিরে-
যদিও দু:খ দিয়ে কাঁদবে,
মোর সইব না আর এই তরে
আজ কেন সবাই দূরে।