তুমি ছিলে, আছ, থাকবে
এস এম জহিরুল ইসলাম


বঙ্গবন্ধু একটি শব্দ, একটি নাম
তার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের প্রাণ।
মুজিব তুমি দেখেছিলে স্বপ্ন-
বাংলার জন্য দিয়েছ প্রাণ,
বাঙালি জাতি হাটছে সে পথে,
করে তোমায় সম্মান।


জনতার দুয়ারে রাখলে আকুল আবেদন,
যার কাছে যা আছে, তাই নিয়ে কর শুত্রু দমন।
শত্রুর কারাগারে গেলে আটকে, ছটফটিয়ে মরছ ধুকে,
আবেদন তোমার আল্লাহ মহান
জাগরে বাঙালী, অস্ত্র ধর,
তিনিই রাখবে বাংলার মান।


যুদ্ধ-বিধ্বস্ত, ধ্বংস স্তুপের ভাংঙ্গা প্রাণের দেশ,
মায়ার বাঁধনে, প্রাণের টানে জড়িয়ে নিলে বেশ।
শান্তির বাণী ছড়িয়ে দিলে বুকে কষ্ট রেখে,
আবার গড়বে নতুন বাংলা, কে তোমায় রুখে।


তুমি হলে বাঙালির প্রাণের নেতা,
তুমি ছিলে, আছ, থাকবে...
আগত বাঙালির মাথায়।
বঙ্গবন্ধু....
তোমায় ভুলে, কল্পনা মিছে
মিথ্যে হবে সোনার বাংলা গড়া,
তুমিই হলে বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি,
তুমি হলে স্বাধীন বাংলাদেশের ভিত্তি
শপথ নিলাম মাথা উঁচু করে রাখব মোরা।