চল মুসলিম দলে দলে
মোনাজাত করি দুহাত তুলে
বাধা আর বিভেদ ভুলে
করি মোনাজাত সবাই মিলে।


বছর ঘুরে আবার এলো
মহিমান্বিত সেই রাত
করো আল্লাহ্‌র গুনগান সবাই
স্বরণ কর রাসুলে নাত।


আজিকে এসেছে মুসলিম জাহানে
প্রতিক্ষার সেই শবে-বরাত
ঘুমায়ে তোমরা হারায়ো নাকো
এমন মহান পূন্যরাত।


এসো সবাই মনের খুশিতে
পৃথিবীর যত মুসলিম
অসহায়কে স্নেহে নাও বুকে
বজায় রেখে তোমার দ্বীন।


পাপের ক্ষমা আজি তোমরা
প্রভুর কাছে নাও চেয়ে
রহমতের দরজা যাবে খুলে আজ
প্রার্থনা কর মন দিয়ে।


আনন্দে দেখ পুষ্প বাগিচা সেজে
স্বাগত জানায় শবে-বরাতের
পৃথিবী সেজেছে নব সাজে
সুরভি বিশ্বময় ছড়িয়ে গেছে ফুলের।


ফেরেশতারা আজি ভাগ্যফল নিয়ে
ঘুরিছে সকলের দ্বারে দ্বারে
খুশবু সুবাস বেহস্ত হতে
আসিছে ভেসে বারে বারে।


আর কতকাল থাকবি অন্ধ বোবা
থাকবি পাপের নিচে।
প্রভুর কাছে কর ফরিয়াদ
যাবে তোর সব দুঃখ ঘুচে।


ওরে ও ভাই-বোন আয় ছুটে আয়
করিসনা আর ভুল
প্রভুর কাছে কর মাথা নত
চেয়ে নে তোর ভাগ্যফুল।


আয় সবে আয় দলে দলে বলি
আমরা সবাই আদম সন্তান
কর সকলে শপথ আজি
সর্বদা যেন করি প্রভুর গুনগান।


হে প্রভু মনে তুমি দাও শক্তি
করো মোদের আরো বলোবান
তোমার তরে ইসলামের তরে
যেন দিতে পারি মোদের প্রান।


প্রভু তোমার দরবারে আজ
হাত তুলেছে কত মুসলমান
তাদের তুমি দিওনা ফিরিয়ে
বাড়িয়ে দাও তাদের সন্মান।


আজিকে রাতে চাইনা হতে
শুধুই মোরা পুণ্যবান
গুনাহগার বান্দারে তুমি
করিও আজিকে মুক্তিদান।


কেউ হাসবে কেউ কাঁদবে
তাতো প্রভু হবেনা
এমন তৌফিক দাও হে প্রভু
পাপ যেন কেউ করেনা।


আজিকে রাতে তোমার কাছে
করি মোরা এই মোনাজাত
আমাদের তুমি রক্ষা কর
শক্ত কর ঈমানের হাত।


সবাই মোরা করি প্রার্থনা
তুলে ধরি মোদের দু'হাত
বলি সকলে মনখুলে জয় হোক আজ
জয় হোক হে শবে-বরাত।