শন শনিয়ে বইছে বাতাস
এ যে দেখি বৃষ্টির আভাস।
জলদি তোরা ওঠরে নেয়ে
ঐযে বৃষ্টি আসছে ধেয়ে।
টাপুর টুপুর বৃষ্টি এসে
সব ভিজিয়ে দিবে শেষে।
যাসনে কেউ আজ নদীর তীরে
চলরে সবাই ঘরে ফিরে।
ধেনুগুলিকে আয়রে নিয়ে
জলদি জলদি তাড়া দিয়ে।
রেখে দে তোরা সকল কাজ
নীড়ে আয় মাথায় পড়বে বাজ।
বুলুটা আবার গেলো কোথায়?
এখনি তারে ধরে নিয়ে আয়।
এবার হলো বৃষ্টি শুরু
মেঘ ডেকে গুড়ুগুড়ু।
বৃষ্টি এলো ঝপঁঝপিয়ে
সবার বাড়ি-ঘর কাঁপিয়ে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল কিংবা রাতদুপুর।
বৃষ্টি পড়ে আকাশ বেয়ে
হুকাটা খেয়াল আয়রে নিয়ে।
দাওয়াই বসে মারি টান
শুনবো বৃষ্টির মধুর তান।