সকলে ভালবাসে রাতে ঘুমাতে
প্রকৃতির রাতের ব্যস্ততায়
আমার অবচেতন হৃদয় জেগে ওঠে
আমার ঘুম আসেনা রাতে
সে পালিয়ে যায় দু'চোখ থেকে।


মেঘ ভেদ করে চাঁদ হাসে গগনে
ঝিঁঝিঁপোকা জাগে বিরহী সুরে
শয্যা পাশে সকলে ঘুমায় নিশ্চিন্তে
শুধু আমার ঘুম আসেনা রাতে
সে পালিয়ে যায় দু'চোখ থেকে।


রজনীতে আলোকিত রয় রাতের জোনাকি
বারবার খুঁজে ফেরে হারানো সুর
শান্ত স্নিগ্ধ মলয় বয়ে যায় ধরনীর পরে
শুধু আমার ঘুম আসেনা রাতে
সে পালিয়ে যায় দু'চোখ থেকে।


রাতের পাখি জেগে জেগে হারিয়ে যায় প্রাতেঃ
ফুল বাগিচা রাতে বেলা লতায় লতায় ওঠে
প্রকৃতির কেউ ঘুমায়না সবাই জেগে থাকে
তাই আমার ঘুম আসেনা রাতে
সে পালিয়ে যায় আমার দু'চোখ থেকে।