জারজ কি ওর গায়ে লেখা?
না না ওর রক্তে
উদাম খেলায় মত্ত হয়ে
তোমার উর্বর ভুমিতে
জায়গা দিয়েছো তারে
তোমার জঠরে লালিত করেছ
রক্তে লালে লাল
তবে দোষ কি ওর?
পাপ কি করেছে ও নাকি তুমি?


তোমার অবৈধ সুখের ফল ভোগ করবে যে
তাকে বলো জারজ?
ওরতো কোন দোষ ছিলনা
অযাচিতভাবে তাকে তুমি এনেছো
ভোগ করতে তোমার কর্মফল।


তুমি পেয়েছো আদিম সুখ
তারে দিয়ে জারজ উপাধি
জন্ম দিয়ে ফেলিছো রাস্তায়, পথে, নালা-নর্দমায়
সেকি চেয়েছিলো আসতে এ ধরায়


জারজ তাকেই বলে যার চরিত্রের নেই ঠিক
সেকি ঐ নবজাতক না তুমি?
ভেবে দেখো এইদিক।