খুকি যাবে ঘুমের দেশে টাট্টু ঘোড়া কই
সাথে যাবে খেলনাপুতুল যাবে ছড়ার বই।
নিদ্রাদেবীর আমন্ত্রণে যাবে খুকি সেথাই
সাথে যে তার বার হাজার প্রহরী আর সেপাই।
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে যাবে ঘুমের দেশে
থাকবে সেথাই মহাসুখে রাজকন্যা বেশে।
ঘুম পাড়ানী গানে ছোট্ট খুকি ঘুমের দেশে যায়
ঘুমের নেশায় বারে বারে তোলে শুধু হায়।
অবশেষে ঘুমের দেশে খুকি যায় চলে
খুশি আর আনন্দে খুকি কত খেলা খেলে।
নানানরকম খেলা করে খেলনা লয়ে হাতে
খেলা শেষে ক্লান্তিতে খুকি ঘুমিয়ে পড়ে রাতে।
ঘুমের দেশে বিভোর খুকি হাজার তারার মেলায়
চোখ মুছে অবাক খুকি হতাশ সকাল বেলায়।
এ কোথায় আছি আমি কোথায় ঘুমের দেশ?
ঘুমে ছিলাম ভালো ছিল ঘুম ভেঙে সব শেষ।