একুশ আসে একুশ যায়
স্নিগ্ধ বসন্ত ঘুরে
মনে কি রয় ভাষা সৈনিক
সারাটি বছর জুড়ে।
অ আ ক খ বর্নমালা
দিল যারা বলার স্বাধীনতা
কত আয়োজন-আলোচনা
শুধু মনে থাকেনা তাদের কথা।
হাসিমুখে জীবন দিল রফিক,
সফিক আরও অজানা কত
একুশে সতেজ রাখি তাদের
বাকিটা সময় অবহেলা যত।
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস
এটা সকলে জানে
আট ফাল্গুন ভাষা দিবস
নেই যে কারো মনে।
কত দামামা কত প্রাণ
হারিয়ে গেল হায়
ভাষা শহীদের স্বজনেরে
কেউ মনে রাখে নাই।
কত রক্ত আর নিপীড়ন পরে
দিয়েছে সেই মায়ের বর্ন
রেখেছি কি মনে তাদের কথা
বুঝি কি ব্যাথা তার এক মর্ম।
তেরশ আটান্নর সেই আট
আসবেনা ফিরে একুশের ভীড়ে
রাখতে কেন পারিনা তাদের
আমাদের হৃদ নীড়ে?
হারিয়ে গেছে আট ফাল্গুন
একুশের উর্দি তলে
এভাবেই কি হারাবে ভাষা সন্তান
ফেব্রুয়ারি একুশের বলে?