খেয়াল সোনা আমার জান
আমার নয়ন মনি
সে যে আমার রাজকন্যা
সকল সুখের খনি।


এই পাঁজরের স্পন্দন আমার
এই হৃদয়ের সুখ
আব্বু বলে ডাক দেয় যখন
জুড়িয়ে যায় বুক।


দুঃখ সুখের নদীর মত
আনন্দে হই সারা
জড়িয়ে যখন চুমু দেয়
আমার পাগল পারা।


কার্য শেষে গৃহে এসে
আনন্দ রাশি রাশি
আনন্দে মন জুড়িয়ে যায়
দেখে তাহার হাসি।


চোখের মনি সোনার খনি
থাকে হৃদয় জুড়ি
খাইয়ে না দিলে আমার সাথে
করে শুধু আড়ি।


পড়ালেখায় আগ্রহ খুব
আঁকতে চাই ছবি
চাঁদের মত সরল মন
আলোকিত এক রবি।


দুখির দুঃখে কাঁদে মন
ভেঙ্গে যায় তার বুক
হাসি-খুশি থাকতে চাই
সকলের সুখে সুখ।


মানুষের মত মানুষ হতে
দোয়া চাই তোমাদের
ক্ষতি যেন না হয় তার দ্বারা
ভালো হোক সকলের।


ভালোবেসে এইখানে ঠিক
এই বুকে তারে রাখি
ভালো থাকুক সুস্থ থাকুক
আমার সুখ পাখি।