আয় আয় চাঁদ মামা খোকা খুকুর ডাক
শুনেও আসেনা চাঁদ তারাতো অবাক!
আবাস্থলের জন্য সবাই চাঁদে করছে ভ্রমন
তাই দেখে চাঁদে আজ লেগেছে গ্রহন।
ঘর বাড়ি বানাতে চাই দুনিয়ার লোকে
তাই শুনে দিনরাত চাঁদ কাঁদে শোকে।
চাঁদ নিয়ে মানুষের বড় বাড়াবাড়ি
শিশুরা ডাকলেও আসেনা করে সে আড়ি।
চাঁদে গিয়ে মানুষে করে খুঁড়াখুঁড়ি
অভিমানে চাঁদ মামা খাই শুধু মুড়ি।
দুনিয়ার শিশু শোন মহা দুঃসংবাদ
যতখুশি মামা ডাক শুনবেনা চাঁদ।
মানুষের মনে ভালবাসার অভাব
আয় আয় চাঁদ মামা ডেকে নেই লাভ।
মানুষ চাঁদে অভিযান যেদিন দিবে বাদ
খোকা খুকু ডাকলে শুনবে সেদিন চাঁদ।