আমিও ভাই চাষার ছেলে
করি জমি চাষ
চাষার ঘরে জন্ম আমার
কুড়ে ঘরে করি বাস।


সবার মত সোনার ফসল
ফলাতে জানি আমি
আমার দেশের কৃষকের ফসল
সোনার চেয়ে দামী।


সুস্থ সবল ফসল পেতে
জমিতে দিই সার
ধান বুনি, পাট বুনি
দেখি ফসলের বাহার।


সোনার ফসল তুলতে ঘরে
কৃষক দিতে পারে জান
ন্যায্য মূল্য পায়না তারা
পাইনা কোন সম্মান।


এই দেশের কৃষকের থাকুক
গোলা ভরা ধান
সোনার ফসলে সোনার মানুষ
পাই যেন প্রকৃত মান।


জন্মেছি এই দেশে আমি
উড়তে চাই ডানা মেলে
ধন্য আমি গর্ব আমার
আমি চাষার ছেলে।