সাহসা ধ্বংসবানী নিয়ে
ঝড় আসে বাহু তার মেলি,
জগৎ কুলের উপর করে
সে উৎক্ষিপ্ত ধ্বংস কেলি।


আগমন ঘটে তার
কোন এক অজানা বেলায়,
মর্তলোকের উপর মাতে
সে অজানা ভয়ংকর খেলায়।


সবি ধ্বংস প্রাপ্ত হয়
যা থাকে যেথায়,
নিঃস্ব হয়ে দুলে সঘন
ক্ষুদ্র তরু লতায়।


মহা বৃক্ষরাজি, ফুলদল
সকলি লুটে ভ-ূতল,
গগন ভেদিয়া চমকিত বিদ্যুৎ
ভাসিয়া ঝরে বারি প্রবল।


প্রকৃতির রুপ হয় শ্রীহীন
রহেনা আর সংযত,
ভূ-তলে নুয়ে পড়ে বনানী
ঝরে পুষ্পক কত শত।


কেউ যায় দুরে চলিয়া
কেউ পায়না ঠিকানা যাবার,
কেউ যায় হারিয়ে কোথাও
কেউ সুযোগ পায়না বাঁচিবার।


লঙ্কাকান্ড ঝড়, কতজল
হাহাকার চারদিকে,
কেউ গেছে সবই ফেলে
কেউ ছুটে সন্তান লয়ে বুকে।


প্রাতেঃ উঠিয়া হেরিলে
হে সকল মানব হৃদয়,
ধরনী হয়েছে মলিন
যত্রতত্র ধুলি কর্দমময়।


সকলি গেছে পদে মিশে
পথের তৃণেতে মাটিতে,
ধ্বংসযজ্ঞের এই রুপ হেরিলে
পারবেনা কিছুই চিনিতে।


রহিছে পড়িয়া পুষ্পদাম
সর্বত্র সারাটি পথময়,
আর দেখিতে চায়না ঝড়
মনে লাগে সদা ভয়।