স্বাধীনতা আমার স্বাধীনতা
রক্তের ছোপ ছোপ দাগ
চিনতে কষ্ট হয় কোথায় কে?
এখনো লাশের মিছিল দেখি
ছড়িয়ে ছিটিয়ে পথে প্রান্তরে।


অধিকার অধিকার অধিকার
অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাঁচার
রাজপথে অগ্নি শিখা চোখে
ফিরে আয় স্বাধীনতা নিয়ে
পুত্রশোকে কাতর মায়ের চাহনি।


স্বাধীনতা তুমি মায়ের হাতের বালা
পিতার সোহাগ মাখা কড়া শাসন
ভাইয়ে ভাইয়ে মধুর বন্ধনে বাধা
বোনের মমতায় গড়া মায়ার বাঁধন
শিশুর মনের ক্যানভাসে আঁকিবুকি আঁকা।


এখনো দেখি বৃদ্ধ যোদ্ধার তেজ
অন্যায়ে নোয়াইনা তার মাথা
মনে রেখে সেই যুদ্ধ জয়ের ভেদ
স্বাধীনতা কি তার কাছে শোনো
বুঝবে স্বাধীনতা অর্জনে কি তার অবদান।


শতশত লাশ মাড়িয়ে গেছে যে বীর যোদ্ধা
স্বাধীনতা তার কাছে দিয়েছে ধরা
রক্তে ভেজা সংগীর বুক দেখে কেঁপেছে হৃদয়
তবু মাথা উঁচিয়ে করেছে যুদ্ধের খেলা
দেখো তার বুকে আজো স্বাধীনতার দামানা বাজে।


স্বাধীনতা আমার হৃদয়ের স্বাধীনতা
তোমাকে পাবার জন্য এত রক্ত
এত ইজ্জত বিলিয়ে দিতে হয়নি কোন দেশকে
স্বাধীনতা তোমাকে রক্ষা করা আমাদের দায়
তোমার মহিমা চিরকাল সমুন্নত রাখা।