সকালে জানালার ফাঁক দিয়ে
ভোরের সোনালি মিষ্টি রোদ এসে
আমার মাথায় হাত বুলিয়ে বলে;
তুমি কি ভাবছো?
আমি মনের অজান্তেই বলি কই নাতো।


শিশির সিক্ত নরম ঘাস মাড়িয়ে
উদ্দেশ্যহীন হেঁটে চলার সময়
ছোট্ট হলুদ পাখি বলে ওঠে
তুমি কি ভাবছো?
আমি বলি দুর পাগল!


তৈরি হয়ে কর্মক্ষেত্রে যাবার পথে
হাজারো মানুষের ভিড় ঠেলে
আমার এক প্রিয় বন্ধু বলে
তুই কি ভাবছিস?
আমি বলি মনটা ভালো নেই।


বিকালে পার্কে ঘুরাঘুরি করছি
কোথাও বসছি আবার হাটছি
হঠাৎ এক গোলাপ মুখ উঁচিয়ে বলে
এই তুমি কি ভাবছো?
আমি বলি হুম.......।


সন্ধ্যায় কোন কিছু ভালো লাগছেনা
বালিশে মাথা গুজে অপলক দৃষ্টিতে
শুন্যে তাকিয়ে আছি; মা এসে বলল-
খোকা তুই কি ভাবছিস?
মা কিছুনা একটু শুয়ে আছি।


রাতে ঘুমাতে যাবার কালে জেগে
কারো ছবির পানে চেয়ে চেয়ে
আমার নিজেরই বলতে ইচ্ছে করছে
তুমি আসলে কি ভাবছো?


ঘুমের ঘোরে অর্ধচেতনায়
স্বপ্নের মাঝে কে যেন এসে
আচমকা আমায় বলছে
প্রিয় তুমি কি ভাবছো?
আমি পাশ ফিরে শুধু হাসি।