সাদা শাড়ীতে দেখেছি তোমাকে
দু এক বার
চোখে ছিল ভালবাসার তীব্র ক্ষুধা
বুকে আর্তনাদ,
এখন নীল শাড়ী আর আকাশী ব্লাউজে
ধাবরিয়ে বেড়াচ্ছ ঘর থেকে ঘর।


সাদা কাপড়ের রং এত সহজে বদলায় ?
সব ঐ দোকানদারের কারসাজি
আমি মানি না, মানব না
বিদ্রোহ করব জীবন দিব.....
  
বিদ্রোহ থেমে গেছে এখন যুদ্ধ করছি
ভাতের জন্য বাঁচার জন্য।