- কোন শাড়ি পরব? নীল টা পরি?
- আমার কাছে এগুলো শুধু ই কাপড়
তোমার অঙ্গে জড়ালে ই কেবল শাড়ি বলা যাবে।
- কি বলব? আমি নির্বাক, নিঃস্তব্দ।


নিঃস্তব্দতা কাটিয়ে একদিন তুমি সবাক হবে
লাল, নীল.... কাপড় পড়ে ঘুরে বেড়াবে
কিন্তু তোমার শাড়ি পরা হবে না কোনদিন।


তোমার আজকের রুপ কি জানি না
কোন রংয়ের কাপড়ে সাজিয়েছ নিজেকে?
টিপ পর এখনও ? হয়ত লাল নয় কালো।
কপালে কি আজও কারোর স্পর্শ অনুভব কর?
কারোর পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছে করে?


সহজ প্রশ্নের কঠিন উত্তর গুলো অজানা নয়
পা স্পর্শ করা হাত যখন গলা চেপে ধরে
তখন উত্তর হীন আমি শুধু নির্বাক তাকিয়ে
দিন বদলের প্রহর গুনি।