মুছে দিতে পার সিঁথির সিঁদুর
তোমার আপন হাতে
মুছবে কি করে আমার হাতের ছাপ?
যা তোমায় স্পর্শ করবে রাত বি রাতে।


আলোকিত পৃথিবী হেমন্তের চাঁদনী রাত
প্রমোদ ভ্রমন নয়, নৌকাযোগে জ্যোৎস্না স্নান
প্রিয়জনের হাতে তোমার কোমল হাত।
চাঁদের আলোয় ভয়ংকর সুন্দর তোমার মুখ
নিঃশ্বাসের গরম হাওয়ায় তুমি খুঁজবে স্বর্গ সুখ
কামনার উচ্ছ্বাসে ডিপ ডিপ করবে তোমার বুক।


তখনও থাকব আমি তোমার সিঁথিতে
সিঁদুর নয় শুধু হাতের ছাপ হয়ে।