সাত সকালে নৌকা চালাই
ভোরের পাখিদের কোলাহল শুনি,
মাঝ নদীতে খোলা আকাশে চেয়ে থাকি
আমি আমার থেকে হারিয়ে যাই।


দ্বিপ্রহরের নিরব প্রকৃতির দিকে চেয়ে রই  
পৃথিবীতে সূর্য বুঝি এসে পড়বে আজ-ই,
এত গরম,আগুনের মতোন তেজে রক্ষে নাই বুঝি
আমি চিন্তায় পড়ে যাই।


বিকেল বেলায় ঘুড়ি উড়িয়ে দিই,
হালকা হাওয়ায় ঘুড়ি উড়ে
মিষ্টি অনুভূতি তাতে মিলে,
আমি অনুভূতির জগতে হারিয়ে যাই।


সন্ধ্যাবেলায় সবার ছুটি
সবাই চলে নিজের বাড়ি,
সূর্য এলো ডুবি!
আমিও চলি নিজ পথে একলা মনে হাটি।


রাতের বেলায় কালো আকাশে দেখায় ঝলমলে চাঁদনী
কণার মতো ছিটকে আছে তারা কতোগুলি,
বিষ্মিত, মুগ্ধ, আনন্দিত মনে আমি চেয়ে থাকি
হঠাৎ আমি নিজেকে আমার মাঝে হারিয়ে ফেলি।