পথ যদি হয় আঁকাবাঁকা
কপালে তোমার জুটবে ছ্যাঁকা,
এ নিয়ে কোনো মতবিরোধতা নয়
এসবের কাজ-ই নয়-ছয়।


পথে হাটতে চোখে হারাও
হারিয়ে যাও তুমি নিজে,
এর-ই ভবিষ্যৎ কি প্রেম
নাকি আবেগের বসে বাঁশ খাবে?


ভেবে চিন্তে পা বাড়াও নি
নিজেকে এখন কবি দাবী,
ডোপামিন আর অক্সিটোসিনের চক্করে
এখনো হয়তো নেশা কাটে নি।


কবি হতে ছ্যাঁকা নয়,
লাগে অনুভূতি আর জ্ঞান-বাস্তবতা।
ছ্যাঁকা তো তারে কয়,
অনুভূতিগুলো যাতে অস্তিত্বহীনতায় ভোগা।