বসন্তের বিকেল বেলায়
বয়ে চলে যখন হালকা মিষ্টি বায়,
মন নাহি ঠিকে আমার বাড়ি
ঘুড়ি উড়োতে বেরিয়ে পরি।


আমার সাথে চলে আমার ছোট ভাই
দুই ভাই-বোনে আকাশের বুকে ঘুড়ি উড়াই।


ভাই আমার সুতো ধরে
ব্যস্ত হয়ে আকাশে ঘুড়ি উড়ে,
আমি আকাশের পানে চেয়ে রই
ঘুড়ির অনুভূতি বুঝতে চাই।


চারকোণার এক ঘুড়ি
মনে তার স্বপ্নপুরী,
সে যেতে চায় অচিনপুরে
হালকা বাতাসে উড়ে উড়ে,
সে থাকতে চায় আকাশে
ভাসতে চায় মনের উচ্ছ্বাসে,
সে পাখির মতোন স্বাধীন হতে চায়
যেথায় খুশি উড়ে যেতে চায়।


তার এই অনুভূতি,আবেগ,ইচ্ছা প্রবল        
আমি যেনো বুঝি অনরগল,
আমি কিছু করতে চাই.....
তার জীবনের আনন্দ ফিরিয়ে দিতে চাই,
ভাইয়ের থেকে সুতোটা নিয়ে
কেটে দেই কাঁচি দিয়ে।


সে উড়ে গেলো,এখন সে স্বাধীন
রেখে গেলো আমার কাছে কিছু ঋণ।