ধর্ম-বর্ণ-জাতির ভেদাভেদ হীনতা
এ যে সাম্যতা,
সমাজের অন্যায়-অবিচারে বাঁধা দেওয়া
এ যে বিদ্রোহীতা।


যুগ যুগ ধরে সমাজে যে এসব চলে
এসবে বাঁধা দিতে জন্ম নেয় শত মানুষে,
এসব দেখে তাদের মনে বিদ্রোহীতা জাগে
তারা সম্যের গান গায় সারা জীবন ধরে।


এ রকমের শত মানুষের একজন আছে
যার জন্ম ঠিক একই দিনে ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সনে,
তাঁর জন্মভূমি যে,
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।


তিqনি যে বিদ্রোহী কবি,
তিনি যে বাংলার জাতীয় কবি,
তিনি যে সকলের প্রিয় কবি,
তিনি কবি কাজী নজরুল ইসলাম।


তাঁর রচয়িত কত কাব্য,উপন্যাস আর গল্প
রয়ে যাবে পৃথিবীতে চিরন্ত,
তিনি যেনো মরেও অনন্ত,
সকলের প্রাণে তিনি আজও জীবন্ত।


             --------সকলকে নজরুল জয়ন্তীর শুভেচ্ছা রইলো।