যুগের পর যুগে,
বিবর্তনের আবর্তে,
পাল্টেছে সমাজ-সভ্যতা
পল্টেছে নিয়ম-নীতি,
ঘরে-বাহিরে কাজ করছে নারীজাতি।
স্বাধীন বাংলায় বাস ওদের
স্বাধীনতা তাদের অধিকার,
তবে আজ কেন তারা কম্পিত?
কেন হচ্ছে ধর্ষিত?
বলবে কেউ একটিবার.........
কেন সমাজের এ হাল-বেহাল?
কেন অনিশ্চয়তায় ভবিষ্যত?
হে পুরুষগণ,(যারা ধর্ষণ করছো)
কেন তোমাদের আজ এত অবনতি?
কেন ভুলে যাচ্ছো মা-বোনের কথা?
কেন করছো এরকমটা?
নিজেদের পুরুষত্ব প্রমাণ করবে বলে...?
তবে জেনে রাখো,
তোমরা পুরুষ নও
তোমরা বিবর্তিত ভয়ংকর এক-একটা অমানুষ।