কাশের ফুলে রাতে জমে কুয়াশা
চিকচিক করে তা সূর্য কিরণে,
স্নিগ্ধ বাতাসে ভাসে শুভ্র মেঘের ভেলা,
অবিরাম সৌন্দর্য ভরিয়ে আনে।


নদীতীরে দোলে কাশ
শিশির, বিন্দু হয়ে ঝড়ে তার সাথে,
শিউলি কেয়া ফোটে গাছে, আঙিনা মাতায়
শাপলা পদ্ম ফোটে দিঘির বুকে।


রূপালী জ্যোৎস্না ধারায়
ভরে যায় দিকদিগন্ত,
মাঠ ভরা শ্যামল শস্য আর শেফালি ফুল
সাজায় কোনো নতুন ছন্দ।


সূর্যাস্ত তোর এত মোহনীয়
প্রাণ-মন যায় ভরে,
শান্ত, স্নিগ্ধ, রূপবতী তুই
বিমোহিত আমি শরতের আগমনে।