তুমি আমার
নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলো
আমি তো বলেইছি যে
আমি নিরপেক্ষ নই
জাত যাবে তো যাক কুছ পরোয়া নেহি
আমি নিরপেক্ষ হতে পারবো না
রাজাকারের সাথে
ঠুনকো উছিলায় গলাগলি করা নষ্ট রাজনীতির
প্রশ্ন যখন আসে
তখন আমি নিরপেক্ষতার মতো
ফেরেববাজ ফড়িয়া হতে পারবো না
তখন আমি নিরপেক্ষ নই ;তখন আমি নিরপেক্ষ থাকি না


আজও যারা
৭১ এর নারকীয় হত্যাযজ্ঞের জন্য
ক্ষমা তো দূরের কথা
বিন্দুমাত্র অনুতপ্ত পর্যন্ত নয়
ধর্মের লেবাস পড়া সেই সব কুত্তার বাচ্চাদের
নিয়ে বিদেশী বেণিয়াদের টাকায়
শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে
দেশোদ্ধারের মায়াকান্না করা তথাকথিত
বুদ্ধিভ্রষ্টদের
প্রশ্ন যখন আসে
আমি তখন নিরপেক্ষ নই ; আমি তখন নিরপেক্ষ থাকি না


৭১এ আমার
যুদ্ধফেরত জনক নিরপেক্ষ ছিলেন না
আমিও নিরপেক্ষ নই
পহেলা বৈশাখে নিরপেক্ষ নই
হুমায়ুন আজাদের মৃত্যুতে নিরপেক্ষ ছিলাম না
শামসুর রাহমানকে হুমকিদাতাদের প্রশ্নে
জাহানারা ইমামকে
মুরতাদ ঘোষণার সময়
তোমাদের মতো ঠুলি পড়ে আমি
নিরপেক্ষতার ভণ্ডামি করিনি
গণজাগরণ মঞ্চে
রক্তপলাশের পক্ষে আমার সহাবস্থান ছিল
রজীব-অভিজিত-অনন্তের হত্যাকারী
মূর্খ মৌলবাদী চাপাতির প্রশ্নে
আমি নিরপেক্ষ নই ; আমি নিরপেক্ষ হতে পারবো না


আমি লালনে নিরপেক্ষ নই
আমি রবীন্দ্রনাথ নজরুলে নিরপেক্ষ নই
কবিতায় সরল
সৌন্দর্যের সপক্ষে আমার অবস্থান মৌলবাদতুল্য
আমি প্রেমে নিরপেক্ষ নই
গোলাপে আমার সুতীব্র পক্ষপাত আছে
নারীতে আমি
দৃষ্টিগ্রাহ্যরূপে স্পর্শকাতর
মতভেদে মৃত্যুতে
মসজিদ মন্দিরে আমি নিরপেক্ষ থাকিনি
তুমি এই কবিতাকে
স্বীকার করবে না জেনেও বলছি
আলোতে নিরপেক্ষ থাকিনি;অন্ধকারেও আমি নিরপেক্ষ থাকতে পারবো না


মূলতঃ আমি কখনওই নিরপেক্ষ ছিলাম না


##ঝালকাঠী।
১৯/০৫/১০ খ্রিঃ।।