বান্ধবী আমার
আমরা দু'জন পড়ে গেছি এই
সময়ের দুর্বিপাকে
কৃষ্ণচূড়ার দহন কিছুটা কবিতায়
লেগে থাকে
বান্ধবী আজ
বিত্তের কাছে বন্ধক থোয়া চিত্ত
আমাদের চোখে
জমেছে দেদার সময়ের উদ্বৃত্ত
দূরত্বটুকু
খুব বেশি নয় হাত বাড়ালেই
পাই
স্বপ্নের দর এতোটা বেড়েছে রোদ্দুর বেচে খাই


যাপনের মাঝে
ঢুকে গেছে কোন সময়ের চোরাস্রোত
তুমিও বিদ্ধ
আমিও সিদ্ধ অবাক ঐক্যজোট
বান্ধবী এসো
কোরাসে আমরা সময়ের গান গাই
সময়ের জয়
আমাদেরও  নয় ?


গোলাপের ফাঁসি চাই


## ঝালকাঠী।
২৬/০৫/১৫ খ্রিঃ।।