চলে গেলে তাতে দুঃখ নেই  
যাবেই যখন-
বলেই যেতে- "যাচ্ছি চলে"
কষ্টের
নীল-খাম রোদ্দুরগুলোকে কোন খোপে
পুষে রাখি বদ্ধমূল- বলেই যেতে
একদা
বে-খেয়ালের অন্ধ-বোধে
জন্ম নেয়া
বিশ্বাসের ভাঙা টাকরা-টুকরোগুলোকে
কোন অনিবার্য
ওয়েস্টবাস্কেটে ফেলে দেই স্তুপাকার
বেহুলার মতো
দরকারে আমৃত্যু ভেসে যাবে ভেলায়-
তোমার দেয়া
কামরাঙা-সন্ধ্যার সেই পরাণক্ষয়ী কথামালার
গাঁথা মালা
কোন গাঙুরে ভাসিয়ে দেই
তাচ্ছিল্যের অবিকল ; যাবেই যখন- বলেই যেতে


বলেই যেতে-
যেতে যেতে কোন অলকানন্দার
কূলে কূলে
হৃদয়ের রক্তপলাশ হাতে
পূজোর ভঙ্গীতে তুলে নেব একটি জল-ঢেউ
তোমার দেয়া এই প্রেমজর্জর নীল
প্রজাপতিগুলো নিয়ে
কী করে
কাটাই এই আতুর-জন্ম-জীবন
চলে গেলে তাতে
দুঃখ নেই একবিন্দু ; বলে-ই যেতে-


"যাচ্ছি চলে একদম"
আমি চন্দনে এঁকে দিতাম চন্দ্র-মঙ্গল-টিপ
কুলোয় সাজিয়ে দিতাম
বুক-উঠোনের কিছু ধান-দূর্বা শুভাশিস আর
পাছে অমঙ্গল হয়-
তাই লুকিয়ে আকুল অশ্রুর
রক্ত-প্লাবন-


পাপড়ি চয়নের মতো
আলগোছে- ছুড়ে দিতাম একটি অমলিন হাসির প্রার্থনা !!


২৭/১২/১৪
ঝালকাঠী।