সুস্থ লোকের
দুস্থতাতে সময় চোখে দহন
শোক
তিন পাগলের
মেলায় তবে আরেক পাগল মাতাল
হোক
সবার মাঝে
একটা মানুষ একটু না হয়
পাগল হোক
পাগল গুরুর দীক্ষা দিয়ে
দুস্থরা সব সুস্থ
হোক
একটা মানুষ
না হয় থাকুক বেহিসেবি
বেবুঝ-দিল
একটা দিনের গপ্পো নিয়ে রাত
জেগে থাক
একলা চিল
একটু ঘুরুক ছায়ার পিছু
একটু থাকুক একলা তিল
একটা ছুটির দুপুর দিয়ে গড়ুক একটা অন্তমিল


সবার সকাল
সরব রাখুক একটা গরম চায়ের
কাপ
এক পেয়ালা নষ্ট মদে
পাগল না হয় কিনুক
পাপ
সাধ্বী নারীর ঠোঁটে সবার
ফুলবিছানা পূর্ণ হোক
ভ্রষ্ট নারীর
নষ্ট ঠোঁটে একটা পাগল দুস্থ
হোক
সুস্থ মনের দুস্থতাতে
প্রার্থনালয় মুখর হোক
এক পাগলের
চোখের তারায় না হয় নামুক
নরক ঝোঁক
তিন পাগলের মিলন
মেলায়
আরেক পাগল কুড়াক ছাই
দুস্থ দেশের
সিংহাসনে একটা পাগল
রাজা চাই
দুস্থ সমাজ দুস্থ সময় দুস্থ বীজে
নষ্ট চাষ
পাগল আমার দীনবন্ধু পাগলী আমার পূবাকাশ


সুস্থরা সব সুস্থ থেকো
দুস্থ নারীর খোঁটে
একটা পাগল মাতাল হবে ভ্রষ্ট নারীর ঠোঁটে


ভ্রষ্ট মানুষ তুষ্ট হবো
পাগলী আমায় নেবে?
একটা জনম শুদ্ধ করার একটা পাগল দেবে?


>>>>>>>>>>>>>>>>>> ঝালকাঠী।।
>>>>>>>>> ০৫/০৭/২০১৫ খ্রিঃ।।