কষ্টের যুদ্ধ শেষে আনন্দ।
------------জাকারিয়া হাসান


কষ্ট গুলো উড়িয়ে দেব,নীল বেদনার পাহাড় থেকে, আনবো সকল সুখের ছায়া, দুখে ভরা এই বাকেতে।


ফিরবো না আর লক্য থেকে,যদি আশে হাজার বাধা,হার মানাবো দু:খকে আজ তৈরী করে গোলক ধাঁধাঁ।


লাগবে না মোর কাওকে এখন,চলতে একা পাই নাকো ভয়, কষ্ট নামক এই দুনিয়ায়, আমি যে আর নেইকো ছোটন।


আসব ফিরে সবার কাছে, কষ্ট গুলো পুড়িয়ে দিয়ে, এক পৃথিবী সুখকে আমি আনবো শেষে সঙ্গী করে।


বৃষ্টি হয়ে পড়বো আমি, আনন্দেরি তালে তালে, কষ্ট ভুলে খুঁজলে আমায়, দেখতে পাবে, তোমার তরে দাড়িয়ে আছি, এক পৃথিবী সুখ হয়ে।


সব সুখ আজ বিলিয়ে দেব,লাগবে না যার দাম, শুধু আমায় দেখে হেসে বলো, কথায় ছিলে? আমি যে শুধু তোমার অপেক্ষায় ছিলাম।