আমি ফিরবোনা
-----উদ্ভ্রান্ত পথিক


তুমি নিশ্চিত থাকো
আমি আর ফিরবোনা এই পাষান শহরে
তোমার ক্লান্তির মিছিলে শ্লোগান দিতে
আমি আর ভুল করেও ফিরবোনা
এখন সময় হাটে অচেনা পথের বাঁকে
অধরাই রয়ে গেল তোমার মায়াবী ছায়া
দখিনা বাতাসে শবদাহের ভয়ার্ত আর্তনাদ
জোসনার প্লাবনে ভেঙে যায় শিশুর ঘুম
ঝিলের ধারে কাশবনেও গ্রীষ্মের দাবানল
হ্মুধার্ত শিয়ালগুলো হয়েছে অভিবাসী
আহত প্রেমিকের স্বপ্নগুলোও ফেরারী
এখন প্রকাশ্যে রাজপথে উম্মুক্ত বেদীতে
রক্ত দিয়ে লেখা হয় ভালবাসার দন্ডাদেশ
শুধু প্রেমের জন্য দেশান্তরী হয় প্রেমিক
বিত্ত বৈভবের আভিজাত্যের প্রলেপ দিয়ে
ঢেকে দেওয়া হয় প্রেমিকার হৃদয় বাথান
অংকুরেই বিনষ্ট হয় স্বপ্ন বীজের উপাখ্যান।


তুমি দেবালয়ে গিয়ে অসম প্রেম দেখো
সেই দেবযোনীতে উকি মেরে নিশ্চিত হও
ফিরবোনা আর কিছুতেই ফিরবোনা আমি
তোমার নিত্যদিনের কষ্ট দেখে কাদবোনা
খুঁজে ফিরবোনা সেই অশ্বথ গাছের ছায়া
চিত্রল হরিন শাবকের সতর্ক বিস্ময়বোধে
আমি আর তোমার অপেক্ষায় থাকবোনা
অলহ্মী পেঁচার ডাক শুনে স্বপ্ন ভাঙবেনা
তোমার পদচিহ্ন খুঁজে পেলেও ফিরবোনা
জাতিস্মরের আহ্বানে অভিমান ভুলবোনা
তুমি নিশ্চিত থাকো হে প্রনয়ের দেবী
আমি আর ফিরবোনা কোন কিছুতেই।


আমার অপেক্ষায় তুমি আর থেকোনা
তোমার উঠোনভরা জোসনার লোভে
আমি আর বকুলের মালা নিয়ে ফিরবোনা
গাইবোনা গান ভায়োলিনের বিরহ বিষাদে
তৃপ্ত হবোনা আর জাগতিক সঙ্গমে
তাসের ঘরের মতো উড়ে যাব অবশেষে
না ফেরার দেশে হবো স্বপ্নচারী যাযাবর
রয়ে যাবে  ক'ফোটা চোখের নোনাজল।