কত কাল পড়ে দেখা হলো?
তোমার - আমার!
মাঝে কত বছর গেল?
তিরিশ কি ছাব্বিশ!
হারিয়ে যাওয়া সময় আজ গল্প কথা
ষোড়শীর ষোড়শ কাব্য এখন অসমাপ্ত ব্যাথা
একদা অজর বর্ষণে যে পথ ছিল সিক্ত
নিবিড় নিষ্পেষণে তাই আজ কর্দমাক্ত!
পথ আছে, পথিক নেই
নিষিদ্ধ দৃষ্টির কোন যন্ত্রণা নেই,
তবুও আজ নির্বাক চাতক আমি
বিষন্ন বাতাসে নিমগ্ন পীড়িত তুমি
তোমার রজঃনিবৃত্তির বিষাদে
ভীষন বিপন্ন আমার ক্ষুধার্ত যৌবন।।