একদিন তুই দাঁত ফোঁকলা বুড়ি হবি
তোর গায়ের চামড়া গুটিয়ে যাবে,
মসৃন পা ফেঁটে চৌচির হবে
দীঘল কালো কেঁশ ফেনিল সাদা হবে,
তোর স্পর্শকাতর চিবুক কিম্ভুতকিমাকার হবে,
সুবাসিত গায়ে এটোঁ গন্ধ হবে,
সেদিন পৃথিবীর সব রোমিও অদৃশ্য হবে,
তখন তোকে কেউ ভালবাসবেনা,
শীতের সকালে দূর্বা ঘাসে আর শিশির হাসবেনা,
রংধনুর সাত রং আর তোর আকাশে ভাসবেনা
ধূসর পান্ডুলিপির কবিরা আর কবিতা লিখবেনা
তখন তোর অপেক্ষায় আর কেউ থাকবেনা,
শুধু আমিই থাকব তোর প্রতীক্ষায় অনন্তকাল
গোমতী নদীর তীরে উত্তপ্ত বালুচরে
বিষের পেয়ালা হাতে,দুঃস্বপ্নের কিছু স্মৃতি নিয়ে
উড়ে যাব না ফেরার দেশে,
নিরাকার ফানুস হয়ে--
দূরে,বহু দূরে,,,অনেক দূরে।।