গঙ্গার জল
     উদ্ভ্রান্ত পথিক


একদিন সব ফুরিয়ে যাবে
আঁতশবাজির রঙ্গিন আকাশ অভিযানের মতো
অবুঝ বালকের চোখের তৃষ্ণা বাড়িয়ে,
বিস্ময় জাঁগিয়ে দেবে বালিকার মননে।
তোমার আঙ্গিনার করমচা গাছের পত্রপল্লবে
মৃদু বাতাসের শব্দ কানে আসবে,
ছাতিমতলার কানা পুকুরের গুল্মলতায়
হঠাৎ একদিন আর্তনাদ করবে বুনোহাঁস;
সন্তানহারা মায়ের মতো বিলাপ করবে ডাহুক
সবকিছু এলোমেলো শব্দ সন্ত্রাস মনে হবে,
আমার না বলা কথাগুলোও হাপিত্যেস করবে
একটি অতৃপ্ত আত্মার ছায়া আমার পিছু নেবে
তুমিও দেখবে আমার একাকীত্ব দীর্ঘশ্বাস।
ধোঁয়ার কুন্ডলীতে উদ্বায়ী বাতাসে
তুমিও গন্ধশুকে আঁতকে উঠবে,
ভালবাসার অসমাপ্ত পথের শেষে
খুঁজে ফিরবে রোদেলা বিকেলের অভিসার।


সেদিন আমার পথের বাঁকে বাঁকে
কিছু স্বপ্ন আশা নীরবে কান্না করবে!
তুমিও হেটে হেটে ক্লান্ত হবে অবশেষে,
অন্ধগলির শেষ বাড়িতে মাছিদের সমাবেশ হবে;
সাপ পিপড়া আর টিকটিকির খাদ্যশৃংখলে
ভারসাম্য হারাবে অকালে ভালবাসার নির্যাস,
তোমার হৃদয় আতংকিত হবে শ্বাপদসংকুলে
একটি শবদাহের আয়োজনে ব্যস্ত হবে শশ্মানঘাট;
সব জল্পনা কল্পনা অবসান হবে গঙ্গার জলে,
ছাই ভস্মের রংরুপে তুমিও খুজেঁ পাবে নতুন ঠিকানা।