কাশ্মীরী যোদ্ধা
-----উদ্ভ্রান্ত পথিক


প্রতিদিন সূর্য উঠে ঝিলম নদীর বুকে
ঘুম ভাঙা সকালে শুরু হয় আতংকের দিন,
চারদিকে নীরবতা ছাপিয়ে হঠাৎ বোমা বিস্ফোরণ
মরেছে হয়তোবা কিছু বিচ্ছিন্নতাবাদী যুবক
আজাদ কাশ্মীর যাদের নির্ভীক চেতনা
মনের গহীনে সুপ্ত তাদের বিপন্ন স্বাধীনতা,
শত বছরের অভিশাপ ক্রন্দন তাদের অস্থিতে
এরা এই যুগের আজন্ম সংগ্রামী কাশ্মীরী যোদ্ধা।
এরা নিখাদ স্বপ্ন দেখা ভুলে গেছে,
এখানে ফুলের গন্ধ বারুদের গন্ধকে কূর্নিশ করে
সদ্যোজাত নবজাতকের প্রথম কান্নায় বিদ্রোহের সুর
সম্ভ্রম হারানো বোনের আহাজারিতে করুন আর্তনাদ
কেনো এই ধ্বংসের তান্ডব, কেনইবা পরাধীনতার শৃংখল
বিপন্ন মানবতা আজ যেন কাশ্মীরের প্রাণের স্পন্দন।
পাইন আর দেবদারুর মগডালে শত্রু সেনাদের রাডার
স্কুল ব্যাগে ধূলার আস্তরন, পোষ্ট অফিসে চিঠির স্তূপ
জাফরানের সৌরভ এখানে বিষন্নতায় ঘ্রানহীন
ফেরারী বাবার পথ চেয়ে শিশুদের সুতীক্ষ্ণ  হাতছানি
দুঃখিনী মায়ের শুন্য আঁচলে গুম হওয়া যুবকের হাহাকার
তবও ওরা স্বাধীনতা চায়, ওরা মুক্তি চায়
চাঁপিয়ে দেওয়া দুঃশাসনের জিণ্জির ভেঙ্গে
ওরা ইতিহাস হতে চায়, এরা মুক্ত স্বদেশ চায়
কারন ওরা নিজভূমে পরবাসী আজন্ম কাশ্মীরি যোদ্ধা।