কথা ছিল
---উদ্ভ্রান্ত পথিক


কথা ছিল একদিন
তোমার হাতে হাত রেখে
মরা নদীর উষ্ণ হৃদয়ে
একটা জলাধার বানাবো।


কথা ছিল শিশিরভেজা গাঁয়ে
নদীর চরে তোমার পাঁয়ে
নুপূরের ঝংকার শুনে
মাছরাঙ্গাদের ঘুয ভাঙ্গাবো।


কথা ছিল খেঁয়াঘাটের কৃষ্ণ মাঝি
তোমায় ঘোমটা দিতে বারন করবে
তোমার কপালের টিঁপ দেখে
তার অর্বাচীন প্রেমিকাকে
আবার নতুন করে ভালবাসবে।


অতঃপর সেই খেঁয়ামাঝি
নদীসিকস্তী মানুষের ভিড়ে
বানের জলের সাথে
ভেসে গেছে সবার অজান্তে।


এখন তোমার হৃদয় নিয়ে
ভাবছো আমায় সময় দিয়ে
বাঁধবে তোমার ঋনের জালে
তোমার প্রেমের নতুন দিনে।


আমি বলি তোমার কানে
ভালবাসার শাশ্বত গানে
প্রেম মরেনা প্রেমিক মরে
এটাই ভাবি জীবন ভরে।