নবান্ন উচ্ছ্বাস
------উদ্ভ্রান্ত পথিক


মাঝেমধ্যে আমিও ভুল করে
অসময়ে জেগে থাকি ঘুমের ঘোরে
নির্ভয়ে পথ চলি একাকী অন্ধকারে
অতন্দ্র প্রহরীর মত তীর্যক বল্লম হাতে
সশব্দে চেঁচিয়ে উঠি অতি সন্তর্পনে
সময়কে বেঁধে দেই অনিয়মের স্রোতে
রুখে দেই জঙ্গিদের সুইসাইড স্কোয়াড
অসংকোচে ব্যর্থ করি প্রণয় অভ্যুত্থান।


যখন আমি ছিলাম বাষ্পায়িত মেঘের ভেলায়
তোমার আঙ্গিনার শুষ্ক গুল্ম লতার আর্তনাদে
বৃষ্টি ঝরিয়েছিলাম ভালবাসার অন্ধ বিশ্বাসে
নবরুপে জাঁগিয়েছিলাম তোমার নীলাকাশ
আগামীর স্বপ্ন বুনে চেয়েছিলাম শুদ্ধ নিঃশ্বাস
তোমার নিপাট শরীরে খুঁজেছিলাম সুনিশ্চিত আশ্বাস।


আমার অকৃত্রিম প্রেম অসমাপ্ত অভিসার
অবহেলা অনাদরে ভাঙ্গলো পরিপক্ক সংসার
হৃদয় পুড়িয়ে দ্রোহের অনল হয়েছে অঙ্গার
অকস্মাৎ থেমেছে সুখানুভূতির নীরব শৃঙ্গার।


এখন সময় অবিরাম আলোর পথে হাঁটে
হাতছানি দিয়ে ডাকে লুকানো অন্ধকার
সেনানিবাসেও পরিত্যক্ত অলস সাঁজোয়াযান
শিলাবৃষ্টিতে থেঁতলে গেছে ফসল ভরা উদ্যান
তোমার ঘরে হয়না আর প্রতীক্ষিত নবান্ন উচ্ছ্বাস।