অগোছালো পঙ্তিমালা
    - - - - - উদ্ভ্রান্ত পথিক


ইচ্ছে করে আবার ফিরে আসি
তোমার সবুজ উদ্যানে ঘাস ফড়িং হয়ে
দখিনা বাতাসে তোমার চোখে ভাসি
আত্মতৃপ্তিতে সাঙ্গ করি ভালবাসার পরাগায়ন
নতুন দিনের স্বপ্ন দেখে ফিরিয়ে আনি বিশ্বাস
তোমার হাতের মসৃনতায় আবার কাতর হই
জোৎস্না বৃষ্টিতে নিঃশেষ করি হৃদয়ের উষ্ণতা
সর্বহারা প্রেমিকের মতো উল্লাস করি
জলে স্থলে অন্তরীহ্মে চিরুনী অভিযানে
পরাভূত করি শত্রু সেনাদের অবৈধ অভিবাসন
তোমার অবরুদ্ধ হৃদয়কে মুক্ত করি অনায়াসে
ভেঙে দেই সীমান্ত প্রাচীরের বেড়াজাল
তোমার ঘরের ছাউনিতে প্রহরা বসিয়ে দেই
নিবিড় পর্যবেক্ষণে পরিভ্রমন করি চেনা পথ
শুরু থেকে আবার শুরু করি নতুন করে
অদল বদলে লেপ্টে থাকি তোমার গুহাপথে ।


সব কিছু নিয়ম মাফিক হয় না
অনিয়মের শৃংখলে কিছু নিয়ম বন্ধী থাকে
স্বাধীন ভূমিতে রয়ে যায় পরাধীনতা
সময়ের প্রয়োজনে বদলানো যায়না অভ্যাস।

কিছু প্রেম জাগতিক সুখ খুঁজেনা
বিত্তশালী প্রেমিকগুলোও নীরবে ভিহ্মা করে
ভূমিহীন চাষীদের সাথে গোপন চুক্তিতে
বর্গা নিতে চায় ভালবাসার তীর্থ ভূমি।
কিছু সম্পদ হস্তান্তর যোগ্য নয়
দেবোত্তর সম্পত্তির মতো চিরস্থায়ী থাকে
অমিমাংসিত থাকে দখল স্বত্বের মালিকানা
বিশ্বজয়ের অভিযান অসমাপ্ত রয়ে যায়
সুনিশ্চিত গুটিয়ে নিতে হয় প্রেমের আগ্রাসন হিসাব নিকাশে বেড়ে যায় হৃদয়ের রক্তহ্মরন
বিরহ ব্যাথার দানে ঋদ্ধ হয় জীবন ক্যানভাস
হীনমন্যতায় ভুগে ভবঘুরে প্রেমিকের নিঃশ্বাস ।