ফেরা না ফেরা তোমার অভিরুচি
ভুলে যাওয়াটাও তোমার দায়;
আমি বরং অবিরাম পুড়তে থাকি,
পুড়ে পুড়ে নিঃশেষ হই অবশেষে।


আমি না হয় রোজনামচায় লিখে রাখি,
আমার ফুরিয়ে যাওয়ার সত্যাসত্য গল্প;
সুতীব্র নিপীড়নে কক্ষচ্যূতির ইতিহাস,
দুঃসময়ে দুঃশাসনের ঈষৎ পরিহাস!


একদিন সবকিছু ফুরাবে নিশ্চিত,
গুপ্ত সম্পদ আর গচ্ছিত সম্পত্তি:
অস্থির জ্বালানী তেলের রাজনীতি
থামিয়ে দেবে-
প্রণয়ের বৈশ্বিক প্রণোদনা,
তোমার আমার অলিখিত সন্ধির
প্রতিটি অনুচ্ছেদে,
পুনর্বার পরিস্ফূট হবে বিপন্ন ভালবাসার কথা।