অপেক্ষা
----উদ্ভ্রান্ত পথিক


অপেক্ষায় থেকো
আবার ফিরবো তোমার স্মৃতির শহরে
যে শহরের সুরম্য অট্রালিকার কার্নিশে
প্রতিদিন ভোরের আলো ভেঙ্গে  দিত আলসেমীর ঘুম
পঙ্গপালের মতো কাকের দল বিক্ষোভ মিছিল করত
প্রতিটি উদাসী দুপুর শান্ত বিকেলের প্রতীক্ষায় থাকত
যে শহরের প্রতিটি সন্ধ্যা রাগে তুমি অভিমানী হতে
তোমার সিঁথির চিহ্ন প্রতিনিয়ত বদলে যেত
ভরা পূর্নিমার সাথে পাল্লা দিত যৌবনের উচ্ছ্বাস
তোমার নিপাট উরুদেশে মৃদু ভূকম্পন হত
নরম ঠোটের স্পর্শে কন্ঠে উঠত শীৎকার ধ্বনি
একটা অর্বাচীন প্রেমিক তোমার আদরের অপেক্ষায় থাকত
জোস্নার প্লাবনে গুছিয়ে রাখত কামিনীর গন্ধ
বিলিয়ে দিত লোমশ ভরা বুকের উষ্ণতা।


তুমি সুনিশ্চিত অপেক্ষায় থেকো
সেই ঘুমন্ত শহরে আমি আবার ফিরে আসব
তোমার মনের অজান্তে অচেনা অতিথির বেশে
চিরচেনা শহরের অলিগলিতে আবার বৃষ্টির উৎসব করব
সেই ইচ্ছে পাখিটাকে মুক্ত করে দেব অনায়াসে
ফিরিয়ে দেব তার ভালবাসার অন্তরীণ অধিকার
বুঝিয়ে দেব তোমার ভাঙ্গা গড়ার হিসেবনিকেশ
তোমার নিবৃত জরায়ুতে রক্তের প্লাবন ঘটাব
মৌসুমী বায়ুর গ্রাসে আমার দিনবদলের গল্প শুনাব
একটি অমিমাংসিত প্রসঙ্গের অবসান ঘটাব
তোমার বিলুপ্ত যৌবনকে পুনরায় ব্যবচ্ছেদ করব
নিরপেক্ষ তদন্তে আবিস্কার করব অতৃপ্ত প্রনয়ের পরিনতি।