ভালবাসিছে যারা জনমের তরে
কালের খেয়ালে তারা ফুরাইছে ঝড়ে
একলা মনের একলা বসতি যে ঘরে
স্বপ্ন গুলো ভেঙ্গেছে সেথায় শাপেবরে
হায় প্রেম! সে যেন এক অধরা স্বপ্ন
আঁধারের বুকে লুকানো অদৃশ্য ছায়া
জীবন যেন শুধুই এক মিথ্যে মোহ মায়া
ক্লান্ত চোখের জলে অহেতুক জে়গে থাকা
আত্মবিশ্বাসের জোরে মৃত্যুকে দূরে রাখা।
প্রেমের দ্রোহে জ্বলে যে আগুন দিবানিশি
হঠাৎ বৃষ্টির ধারা কষ্ট বাড়ায় অহর্নিশি
হায়রে নিয়তি! কখন থামবে এই মিনতি
প্রাসাদ ছেড়ে মুক্ত হবে বন্দী প্রেম পিয়াসী।