প্রেমের দৈববানী
----উদ্ভ্রান্ত পথিক


কিছু ব্যর্থ গল্প কখনো সমাপ্ত হয়না
সাফল্যের উচ্ছ্বসিত রৌশনীকে ম্লান করে দেয়
উপক্রমনিকাতেই জাঁগিয়ে রাখে জাগতিক বিস্ময়
একটা রৌদ্রোজ্জল দিনের সূচনা করে
আগামী দিনের সাদামাটা স্বপ্নগুলোকে রাঙ্গিয়ে দেয়
গল্পগুলো চলতি পথে নদীর মতো বয়ে চলে
কোথাও সর্পিলাকার কিংবা কিম্ভুতকিমাকার
শম্বুক গতিতে সাগরের মোহনা খুঁজে
ফেলে আসা দিনের কথা মনে রাখেনা
শুধুই অগ্রবর্তী সৈন্যদলের মতো দুঃসাহসী হয়
পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে
চলমান রাখে রক্তের স্রোত আগামীর সম্ভাবনা।


ব্যর্থ গল্পগুলো কিছুটা আত্মঘাতী হয়
মাঝেমধ্যে কিঞ্চিৎ অভিমান লুকিয়ে রাখে
রাতের গহীন আকাশে ভালবাসা পেতে চায়
কৃষ্ণবিবরে আলোক রশ্মি খুঁজে বেড়ায়
স্বতঃপ্রনোদিত হয়ে সবার স্বপ্ন পাহারা দেয়।


ব্যর্থ গল্পগুলো শেষমেষ দেশান্তরী হয়
সাথে নিয়ে দীর্ঘশ্বাস আর হাহাকার ধ্বনি
রেখে যায় অন্ধ প্রেমিকের ব্যর্থতা গ্লানি
উনুনের ধারে বসে টেনে যায় জীবনের ঘানি,
খরাপীড়িত হৃদয়ে বাড়িয়ে দেয় জলের তৃষ্ণা
আগ্নেয়গিরির  লাভার মতো বিদ্রোহ করে
ঘুরেফিরে একটি প্রশ্ন মগজকে বিভ্রান্ত করে
যে ছিল একদা পোড়া এই চোখের মনি
এখন বন্ধ কেন হৃদয় নিয়ে হানাহানি
সময়ের গান অসময়ে শুনলে হয় সম্মানহানি
ঋতুচক্রে উর্বরতা হারায় শাশ্বত প্রেমের দৈববানী।


             যশোর
              19092018