প্রিয়জনের চোখের পানি
-----উদ্ভ্রান্ত পথিক


কিছু ব্যর্থ গল্প কখনো শেষ হয়না
সাফল্যের উচ্ছ্বসিত রৌশনীকে ম্লান করে দেয়,
উপক্রমনিকাতেই জাঁগিয়ে রাখে জাগতিক বিস্ময়
একটা রৌদ্রোজ্জল দিনের সূচনা করে
অনাগত দিনের সাদামাটা স্বপ্নগুলোকে রাঙ্গিয়ে দেয়,
গল্পগুলো চলতি পথে নদীর মতো বয়ে চলে,
কোথাও সর্পিলাকার কিংবা কিম্ভুতকিমাকার
শম্বুক গতিতে সাগরের মোহনা খুঁজে,
ফেলে আসা দিনের কথা মনে রাখেনা
শুধুই অগ্রবর্তী সৈন্যদলের মতো দুঃসাহসী হয়
জীবনকে ভালবেসে মৃত্যুকে করে আলিঙ্গন।


ব্যর্থ গল্পগুলো কিছুটা আত্মঘাতী হয়
মাঝেমধ্যে কিঞ্চিৎ অভিমান লুকিয়ে রাখে
বিনিদ্র রজনীতে আকাশে ভালবাসা চায়
কৃষ্ণবিবরে আলোক রশ্মি খুঁজে বেড়ায়
স্বতঃপ্রনোদিত হয়ে সবার স্বপ্ন পাহারা দেয়।


ব্যর্থ গল্পগুলো শেষমেষ দেশান্তরী হয়
সাথে নিয়ে দীর্ঘশ্বাস আর হাহাকার ধ্বনি,
উনুনের ধারে বসে কাঁদে বিরহী রমনী
যে ছিল একদা পোড়া এই চোখের মনি,
এখন বন্ধ কেন তার হৃদয় নিয়ে হানাহানি?
অসময়ে স্বপ্ন বিলাস মানে ভালবাসার আত্মগ্লানি
উষর ভুমিতে হয় না আবাদ যদিও সত্য জানি,
মায়ার মোহে জলের খুঁজে বিভ্রান্ত পথচারী
প্রেমের তৃষ্না বাড়িয়ে দেয় হারিয়ে ফেলা নারী
কাছে আসার হাতছানিতে কেঁদে মরে স্বপ্নঁচারী,
ভালবাসার গহীন বনে নির্বাসিত যে মনের বাড়ি
স্মৃতির চিহ্ন বাঁচিয়ে রাখে প্রিয়জনের চোখের পানি।