প্রিয়তমার চন্দ্রদ্বীপ
    - - - - উদ্ভ্রান্ত পথিক


কিছু আগুন চোখে দেখা যায় না
ছাঁয়ের গাদায় নীরবে জেগে থাকে
সুপ্ত আগ্নেয়গিরির হঠাৎ লাভা বৃষ্টির মতো
পুড়িয়ে দেয়  সম্মৃদ্ধ শহর নগর সভ্যতা
ধ্বংস করে জীবন মৃত্যুর সীমা রেখা
ধূয়ার কুন্ডলীতে জড়িয়ে রাখে বিশ্বাস।


কিছু শব্দ কানে শোনা যায় না
তবুও মাত্রাতিরিক্ত শব্দ দূষনের মতো
বধির করে দেয় ব্যর্থ প্রেমিকের শ্রবন শক্তি
নিঃশব্দে মেনে নেয় ঘুনেপোকার আগ্রাসন।


সব প্রেম সবার গোচরে আসে না
পরিত্যক্ত ধূসর পান্ডুলিপির বেশে
অযত্নে পড়ে থাকে বাতিল কাগজের মোড়কে
বছর শেষে বিক্রি হয় সস্তা কেজির দরে।
কিছু ভালবাসা গোপনেই থাকে সবসময়
নীরবে দিনের আকাশে ঘন মেঘের আড়ালে
দৃষ্টিহীন দিগন্ত রেখা ছুঁয়ে বেচেঁ থাকে
শুকিয়ে যাওয়া ফুলের গন্ধহীন আধারে
মন ভেঙ্গে গড়ে দেয় স্মৃতির সমাধি সৌধ।


কিছু পথ অচেনা থাকে নিরন্তর
চেনা পথের ভীড়ে অজানা থাকে গন্তব্য
অক্টোপাসের মতো পোক্ত করে ভালবাসার বন্ধন
বাড়িয়ে দেয় চোখের তৃষ্ণা প্রনয়োপখ্যান মিথ
মন্থর গতিতে খুঁজে ফিরে শব্দহীন সুরেলা গীত
জ্বেলে রাখে আশা ভরসার সম্ভাবনার প্রদীপ
পলি মাটিতে গড়ে তুলে সাগর সঙ্গমে ব-দ্বীপ
নীরবে কাছে টানে প্রবাসী প্রিয়তমার চন্দ্রদ্বীপ।