হৃদয়ের মানুষ
---উদ্ভ্রান্ত পথিক


হৃদয়ের মানুষ বসত করে হৃদয়ের গহীনে
নিরবে নিভৃতে চোখের আড়ালে লুকিয়ে
সে জন থাকে শুধু ভালবাসার রং ছড়িয়ে
সবার অলক্ষ্যে যে জন দেয় হাত বাড়িয়ে
আমি থাকি নিশ্চুপ তার পথের পানে তাকিয়ে
নিষিদ্ধ তৃষ্ণা নিবিয়ে রাখে সেই জন মাঁয়ার বাঁধনে জড়িয়ে
আঁধার রাত্রিকে গ্রাস করে যে সুপ্রভা ছড়িয়ে
আমি লিখি তার কথা গল্প ছায়ার বীথিতে
কুহুক কন্ঠে যার গান স্বপ্নকে দেয় পূনর্বার বাঁচিয়ে
আলতো হাতের ছোঁয়ায় অলস ঘুম ভাঙ্গিয়ে
যেজন দেখায় প্রেম নির্লিপ্ত ভোরের শিশিরে
আমি থাকি নিশ্চুপ তার খোলা চুলের আবেশে
গন্ধ বিলিয়ে যে থাকে স্নিগ্ধ এই পাষান শহরে
আমিও সঙ্গে থাকি তার জীবন কাব্যের বহরে
গেঁথে দেই আনমনে শৃংখলিত সময়ের
বাহুডোরে
আমার জীবনের নৈশব্দের এই কন্টকিত নীরে
সাজিয়ে রাখি নিজেকে মরা নদীর ভীড়ে।