তোমাকে চাই
    - উদ্ভ্রান্ত পথিক


কত কথা জমানো ছিল
কত গল্পের সমাহার
দক্ষিন মেরুর হিমবাহের বাঁকে
কত স্বপ্ন লুকানো ছিল সযত্নে,
সুদূর আকাশে পেজতুলা মেঘের দেশে
কত বিস্ময় ভরা চাহনি ছিল!
অনুভূতির চরম পুলকে শিহরণে,
কত আবেগ পুষ্ঠ হয়েছে নীরবে
তবুও হয়নি কথা কখনো ভুল করে
তোমার উষ্ণ বুকের পাঁজরে কান পেতে,
হয়নি বলা আমার---ভালবাসি, শুধু তোমায়! অনেক ভালবাসি।
পরিমাপ করে নয়, অপরিনামদর্শী হয়ে
শুধু তোমাকেই ভালবাসতে চাই
একজনমে নয়, পর জনমেও তোমাকেই চাই।