উদগ্র বাসনা
__উদ্ভ্রান্ত পথিক।


তুমি চেয়েছিলে তুফান উঠুক!
কালবৈশাখীর ঝড় বয়ে যাক,
বাতাসের সুতীব্র ঘর্ষনে দেবদারু অরন্যে
বেহালা বাজুক উম্মত্ত এলোমেলো তাল-লয় - ছন্দে।
ভয়ানক বজ্রপাত শেষে নেমে আসুক একপষলা বৃষ্টি,
ধুয়ে মুছে যাক অযাচিত মনের ক্লেদ ময়লার বাগাড়
আবার শুরু হোক নব জীবনের গান;
উচ্ছিষ্ট হৃদয়ের অনুর্বর ভূমিতে পূনরায় চাষ হোক
লাল নীল হলুদ আর শ্বেতশুভ্র পদ্ম ফুল।
ভরা কটালের স্থায়ী আগ্রাসনে বিলুপ্ত হোক মরাকটাল
শুষ্ক ও রুক্ষ ঠোঁটের কোণে স্মিত হাসিতে,
আবার কেঁপে উঠুক বুড়ো বালকের ঠোঁট ।
সেই ঝরাঝীর্ণ বাঁশের বাসুরীতে সুর উঠুক
নদীর ঘাটে পা বাড়িয়ে দিক আবার সেই কুলবধুরা,
ভরা কলসের জল ফেলে ওরা পূনরায় যুবতী হোক!
উদোম পিঠের উপর দৃশ্যমান হোক রৌদ্রের ঝলকানি,
আইবুড়ো যুবক যুবতীর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠুক-
তবুও ভালবাসার গল্পের পথ ধরে পথচারী হাটুক,
অজানা গন্তব্য আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।
শৃঙ্খলিত প্রণয় মুক্ত হোক অবাধ স্বাধীনতার আনন্দ মিছিলে
একাকীত্বের উগ্র দহন থেকে মুক্তি পাক নির্বাসন,
এই তো শুধু চাই, সুখের নাগাল যদিও না পাই
তবু দুঃখের সঞ্চয় পূন্জীভূত হোক মাটির ব্যাংকে,
শত দূর্যোগ দূর্বিপাকে অটুট থাকুন তোমার উদগ্র বাসনা
কামনার অগ্নিশিখা চোখের মনিতে স্থায়ী আবাস গড়ুক।