উর্ব্বশী,
তোমার উদ্যান আজ ধূধূ বালুচর
চারদিকে শুনশান নীরবতা,
চৈত্রের এই ভরদুপুরে-
দাবদাহে জীবন আজ ওষ্ঠাগত।
প্রাণের মেলা আজ শশ্মানভূমি,
মানুষ পোড়ানোর গন্ধটা কত বীভৎস!
তুমি জানতেও পারবেনা কোনদিন
ঘূনাক্ষরে টের পাবেনা,
অভিমানের সুতীব্র দহনে -
ব্যাভিচারী মন কতটা বিকৃত হতে পারে?
খেয়াঘাটে অপেক্ষমাণ মাঝিদের দীর্ঘশ্বাসে--
কিভাবে বিপন্ন হয় প্রকৃতির ব্যাকুলতা
তোমার আমার দুরন্ত শৈশব!