ভালবাসার লিভটুগেদার
       - - - - - উদ্ভ্রান্ত পথিক


এই শহর একদিন জেনে যাবে
তোমার আমার জৈবিক বিশৃংখলা
গগনচুম্বী ফ্ল্যাট বাড়ির ইটের দেয়ালে
ছদ্মবেশে আড়ালে থাকা রোজনামচা
সাংকেতিক চিহ্নে লেখা প্রনয়ের পাঠ্যক্রম।


একদিন ঝড়ো বাতাসে সরে যাবে ধূলোর আস্তরন
অলিগলিতে বিহ্মোভ করবে বেওয়ারিশ   কুকুরের দল
বিষাক্ত বায়ু দূষণের এই ব্যতিব্যস্ত নগরীতে
উচ্চ মাত্রার হাইড্রোলিক হর্নের তীব্র হুইসেলে
ভেঙে যাবে নবজাতকের প্রশান্তির ঘুম
সুইপার কলোনীতে বেড়ে যাবে মাতালের সমাবেশ
চোলাই মদে আসক্ত হবে শিহ্মিত যুব সমাজ
গুন্জনে মুখরিত হবে নিষিদ্ধ পাড়ার সরাইখানা
সবাই জানবে তোমার আমার স্বেচ্ছায় কারাবাস
সমাজপতিরা বিচারিক আদালত বসাবে
ফতোয়াবাজদের দণ্ডাদেশে হুলিয়া জারি হবে
উত্তপ্ত রাজপথ দখলে থাকবে বিহ্মোভ সমাবেশে
মানব স্রোতে মিশে যাবে অসম প্রেমের
উপাখ্যান।


একদিন আমরা এই শহর ছেড়ে ফেরারী হবো
স্বার্থবাজির অতি মুনাফার একচেটিয়া বাজারে
বেড়ে যাবে আমাদের গোপন সম্পর্কের তিক্ততা
দুজনার গন্তব্যরেখা হবে অজানা পথে  অচেনা দেশে
বকেয়া বাড়ী ভাড়া অনাদায়ে মালিক দেউলিয়া হবে
পান দোকানী লোকসান গুনবে নিত্যদিন
কাজের বুয়াও মাইনের জন্য দীর্ঘশ্বাস ফেলবে
রোজকার দুধওয়ালা পানি মেশাবে খাটি দুধে
বানিজ্যিক ব্যাংক লুটেরাদের ঋন দিবে শুন্য সুদে
রমনার বটমূলে বেড়ে যাবে বিকৃত যৌনাচার
নগরনটীদের অট্রহাসিতে নিভে যাবে নিয়ন বাতি
অভাবী শ্রমজীবী মানুষগুলোও হারাবে আত্মবিশ্বাস।


সেদিন আকাশ থেকে ঝরে পড়বে রক্ত বৃষ্টি
শিলাপাতে নষ্ট হবে ফসল ভরা উদ্যান
বজ্রবিদ্যুতে ঝলসে যাবে সবুজ তৃনভূমি
এই শহরের প্রতিটি অলিগলিতে আমরা অবাঞ্ছিত হবো
স্মৃতির শহরে বিস্মৃত  হবে ভালবাসার লিভটুগেদার।।